
মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী স্যারের নির্দেশক্রমে আগামী ১৩ই জুন,২০২১ইং তারিখ থেকে শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য চার(০৪টি) নীল বাস নির্ধারিত পরীক্ষার দিন যাতায়াত করবে। বাসসমূহ নিম্নোক্ত রুট ও সময়সূচি অনুযায়ী যাতায়াত করবে ঃ-**সকাল ৮.৪৫ কান্দিরপাড় টু ক্যাম্পাস (ভায়া...