পদ্মা পাড়ের জেলা রাজবাড়ী থেকে আগত ছাত্র -ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন 

"রাজবাড়ী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন"


২০১০ সালের মার্চে মাত্র ২ জন শিক্ষার্থী নিয়ে এই সংগঠনটি তার কার্যক্রম শুরু করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন রাজবাড়ী সদর উপজেলা থেকে আগত ব্যবস্থাপনা ২য় ব্যাচের শিক্ষার্থী তুহিন ইব্রাহিম এবং মার্কেটিং ৪র্থ ব্যাচের মাহ্ফুজ আহমেদ। ২০১৪ সালে ব্যবস্থাপনা শিক্ষা ২য় ব্যাচের তুহিন ইব্রাহিমকে সভাপতি এবং মার্কেটিং ৪র্থ ব্যাচের মাহ্ফুজ আহমেদকে সাধারণ সম্পাদক করে সংগঠন এর ১ম কমিটি গঠন করা হয়। পরে ২০১৫ সালে মার্কেটিং ৪র্থ ব্যাচের মাহ্ফুজ আহমেদকে সভাপতি এবং রাজবাড়ী সদর উপজেলার গণিত ৫ম ব্যাচের শিক্ষার্থী এস. এম. মন্জুকে সাধারণ সম্পাদক করে এই সংগঠনটির প্রথম পুর্নাঙ্গ কমিটি করা হয়। ২০১৭ তে গণিত ৫ম ব্যাচের এস. এম. মন্জুকে সভাপতি এবং পাংশা উপজেলা থেকে আগত  একাউন্টটিং ৫ম ব্যাচের শিক্ষার্থী রুবেল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২য় কমিটি গঠন করা হয়। ২০১৮ এর ডিসেম্বরে রাজবাড়ী সদর উপজেলার বাংলা ৮ ব্যাচের মিজানুর রহমান শেখকে সভাপতি এবং পাংশা উপজেলার ব্যাবস্থাপনা শিক্ষা ৯ম ব্যাচের ফেরদৌসী সুলতানাকে সাধারণ সম্পাদক করে এই সংগঠন এর ৩য় কমিটি গঠন করা হয় এবং বর্তমানে এই কমিটি সংগঠনের কার্য পরিচালনা করে যাচ্ছে।

এই সংগঠনটি আকারে ছোট হলেও সব সময় চেষ্টা করেছে নিজেদের কার্যক্রম এর পরিধি বারাতে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভর্তি পরীক্ষাকালীন বিভিন্ন কার্যক্রম যেমন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা, তাদের কেন্দ্রের তথ্য দিয়ে সহায়তা করা। তাছাড়া নতুন ভর্তি হাওয়া শিক্ষার্থীদের সহায়তা করা। এছাড়াও  এ সংগঠন অন্যান্য অনেক কিছুই করে থাকে যেমন, আড্ডা, ঘুরাঘুরি, পিকনিক, একে অন্যকে সাহায্য করা, সিনিয়র- জুনিয়র এবং প্রাক্তন সদস্যদের সব সময় যোগাযোগ রাখা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

এই সংগঠনটি সব সময়ই চেষ্টা করে একটি পরিবারের মতো থাকতে। এবং সব বাধাকে অতিক্রম করে নিজেদের একতাকে বজায় রাখতে। ইন-শা-আল্লাহ এই  সংগঠনটি দক্ষ নেতৃত্বের মাধ্যমে অনেকদূর এগিয়ে যাবে।


মিজানুর রহমান শেখ - সভাপতি - রাজবাড়ী স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন, কুবি
ফেরদৌসি সুলতানা - সাধারণ সম্পাদক - রাজবাড়ী স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন, কুবি

যোগাযোগের নাম্বারঃ ০১৯১৫৭২৮৬৯৯



সর্বশেষ সংযোজন- জুন ২০২০

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ