কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গাজীপুরের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের উন্নয়ন, গাজীপুর জেলা থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ২০১৫ সালের ৬ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা জাগ্রত চৌরঙ্গী গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গাজীপুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নামের সংগঠন প্রতিষ্ঠা করেন।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাজীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করছে। তাছাড়া সংগঠন প্রতিষ্ঠার পর পরই এর সংবিধান তৈরি করা হয়। মোট ১৯ টি নির্ধারণ করে সে অনুযায়ী বিগত ৫ বছর ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি সগৌরবে কাজ করছে। বর্তমানে সংগঠনে মোট ৪০ জনের অধিক সদস্য আছে।
সংগঠন পরিচালনার জন্য প্রতি এক বছর পরপর কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ বাশার।
জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গাজীপুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়'র উদ্যোগে বিভিন্ন সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নানান ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তধন্যে উল্লেখযোগ্য কর্মকান্ডগুলো হলো, বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিছন্নতা অভিযান, প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ইত্যাদি।
(ইদ পরবর্তী পুনর্মিলনীতে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ)
সর্বশেষ সংযোজন- জুন ২০২০