লাল পাহাড়ের সবুজ ক্যাম্পাস বেষ্টিত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক পাবলিক বিশ্ববিদ্যালয় 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এ লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা থেকে অধ্যয়নরত সাধারন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন "লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরাম" কুমিল্লাস্থ অন্যতম আঞ্চলিক সংগঠন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে সংগঠনের ভিত্তি কাঠামো তৈরির লক্ষ্যে ১ম ব্যাচের ইসরাফিল হোসেন, হাসান মোহাম্মদ মাহাদীসহ আরো একঝাঁক উদ্দ্যমী ছাত্ররা নিরলস পরিশ্রম করে গেছে। বিভিন্ন সীমাবদ্ধতার দরুনে সাংগঠনিক কাঠামো তৈরি করতে না পারলেও ২০১৪ সালে প্রথম আহবায়ক কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে মাকসুদ আলীকে আহবায়ক ও হাসানুল মোর্শেদ ফাহিমকে যুগ্ম-আহবায়ক করা হয়। পরবর্তীতে ২০১৫ সালে আরিফুর রহমান মজুমদারকে সভাপতি ও হানিফ ওয়াহিদকে সাধারন সম্পাদক করে প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের শেষের দিকে ফয়জুল ইসলাম ফিরোজকে সভাপতি এবং আখি আলম রকিকে সাধারন সম্পাদক করে দ্বিতীয় কমিটি গঠিত হয়। ২০১৮ সালের অক্টোবরে চলমান কমিটি গঠিত হয়। যেখানে মাহাদী হাসান নাভিন সভাপতি ও নাজমুল হাসান বাপ্পি সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছে।
সংগঠনটি ভর্তি পরিক্ষার সময়কালে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করা, ইফতার মাহফিল আয়োজন, চড়ুইভাতি প্রোগাম, বৃক্ষরোপণ কর্মসূচি, নবীন বরণ, প্রবীণ বিদায়সহ নানাধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
সর্বশেষ সংযোজন- জুন ২০২০
সর্বশেষ সংযোজন- জুন ২০২০