পুণ্যভূমি সিলেট বিভাগ থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধের আঞ্চলিক সংগঠন "জালালাবাদ এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়"।সংগঠনটির মূল শিরোনাম "ভ্রাতৃত্বের বন্ধন,শেকড়ের টানে"

সংগঠনটি জালালাবাদ এসোসিয়েশন নামে ২০১৩-ইং সালে প্রতিষ্ঠিত হলেও পূর্বে এর নাম ছিল  সিলেট ডিভিশনাল ওয়েলফেয়ার এসোসিয়েশন  যার যাত্রা শুরু হয়েছিল ২০০৭-ইং সালে। 
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সিলেট বিভাগের চার জেলা(সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার,হবিগঞ্জ)  থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে আত্মসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে
শিক্ষার্থীদের সুখ-দুঃখের অনুভূতি প্রকাশের কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছে। 
তারই ধারাবাহিকতায় সংগঠনটি নবীন বরণ, প্রবীণ বিদায়, পূর্ণ মিলনী, চড়ুইভাতি, বারবিকিউ পার্টি, ইফতার মাহফিল, বৃক্ষ রোপণ অভিযান, আনন্দ ভ্রমণ আয়োজন করে আসছে। বিশেষ করে প্রতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত "ভর্তি পরীক্ষা" কে কেন্দ্র করে সিলেট বিভাগ থেকে আগত পরীক্ষার্থীদের আবাসন সহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহায়তা,উত্তীর্ণ  শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহায়তা & ভর্তি হওয়ার সময় দরিদ্র শিক্ষার্থীদের যাদের ভর্তি হওয়ার আর্থিকভ সমস্যা হয়ে থাকে তাদের আর্থিকভাবে সহায়তা করা হয়ে থাকে। ভর্তিকৃত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, টিউশন করতে আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ব্যবস্থা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে থাকে।
সিলেট বিভাগের যারা কুমিল্লা তে কর্মরত আছেন, বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ বিভিন্ন অনুষ্ঠানে স্বকীয় অংশগ্রহণসহ, সার্বিক বিষয়ে দিক নির্দেশনা, উৎসাহ দিয়ে যাচ্ছেন।


উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য 
হাসিনা বেগম( সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ), 
মোঃআহাদ মিয়া(প্রভাষক, পদার্থ বিজ্ঞান বিভাগ)&
মোঃরেজাউল ইসলাম মাজেদ (সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ)। 

বর্তমান ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আছেন সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক মোঃহামিদ আলী সাজু সহ অন্যান্য সদস্যগণ।  

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন  সভাপতি ছিলেন 
মোঃ সাদিক, সাধারণ সম্পাদক ছিলেন মোঃ জালাল। তার পরবর্তীতে পর্যায়ক্রমে সংগঠনটির সভাপতি,সাধারণ সম্পাদকের  দায়িত্বে ছিলেন 
( আল মোমেন  , রিংকু কুমার কর), 
( মোঃ মাসুদ রানা বাবু, মোঃ জসীম উদ্দিন)
(মোঃ হুমায়ুন তালুকদার,মোঃ শাকিল আহমেদ)
(চয়ন চন্দ্র সরকার, আবু খালেক সজীব)।
উপরিউক্ত সবাই সংগঠনটির আজীবন সদস্য হিসেবে নথিভুক্ত। 

পুনশ্চঃ ২০০৭ইং সালে সংগঠনটির পূর্ব নাম সিলেট ডিভিশনাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্নে দায়িত্ব ছিলেন সভাপতি মোঃ মুন্না,সাধারণ সম্পাদক শ্রীমান প্রদ্যোত। 

সংগঠনের সদস্যগণ বিশ্বাস করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের  শিক্ষার্থীরা তাদের দক্ষ ও যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে সামনে এগিয়ে নিয়ে যাবেন & নিজের এলাকার সুনাম বয়ে আনবেন।উপদেষ্টামন্ডলী,বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সবার মাঝে ভালবাসার & ভ্রাতৃত্ববোধের  সম্পর্ক বজায় রাখতে সংগঠনটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে & করবে।।


সর্বশেষ সংযোজন- জুন ২০২০

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ