নারকেল সুপারি ও রুপালি ইলিশে ভরপুর ঐতিহ্যের জেলা লক্ষ্মীপুর থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি আঞ্চলিক সংগঠন "লক্ষ্মীপুর স্টুডেন্ট'স ক্লাব"।
২০০৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিলো, সেই থেকে নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা, আবাসন ব্যবস্থা, টিউশনব্যবস্থাসহ শিক্ষক, সিনিয়র-জুনিয়রের সঙ্গে যোগাযোগ রক্ষা, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে নিজেদের মধ্যে ভালোবাসার এক নিবিড় সম্পর্ক তৈরি করে আসছে সংগঠনটি।
এছাড়াও সংগঠনটি নিজ জেলার বিভিন্ন দুর্যোগে সুবিধা বঞ্চিত মানুষকে সহয়তা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে উদ্ভুদ্ধকরণ, নিজেদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে চড়ুইভাতি, বারকিউ পার্টি, শিক্ষা সফরসহ ইত্যাদি কার্যক্রমের আয়োজন করে আসছে।
লক্ষ্মীপুর জেলা থেকে আগত এখন পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঠদানরত শিক্ষক রয়েছেন চার জন। যারা সংগঠনের অভিভাবক (উপদেষ্টামণ্ডলী) হিসাবে সদস্যদের সার্বিক দিক নির্দেশনা দিয়ে আসছেন। শিক্ষকমণ্ডলীর চাওয়া, এ সংগঠন ভবিষ্যতে এমন একটা প্লাটফর্ম তৈরি করুক, যারা বিশ্ববিদ্যালয়সহ নিজ জেলাকে দেশের মধ্যে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে। এজন্য সবার সাথে সবার যোগাযোগ রক্ষা করে চলারও আহ্বান করেন তারা।
চড়ুইভাতি-২০২০
সর্বশেষ সংযোজন- জুন ২০২০