প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ জেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি আঞ্চলিক সংগঠন "প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়"।

১৬ নভেম্বর ২০১৭ সালে ২৯ সদস্য বিশিষ্ট ১ম কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্যে দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে  যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নারায়ণগঞ্জ থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে আত্নঃসম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটি নবীন বরণ, প্রবীণ বিদায়, পূর্ণ মিলনী, চড়ুইভাতি, বারবিকিউ পার্টি, ইফতার মাহফিল, বৃক্ষ রোপণ অভিযান, আনন্দ ভ্রমণ আয়োজন করে আসছে। বিশেষ করে প্রতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত "ভর্তি পরীক্ষা" কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে আগত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহায়তা এবং উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহায়তা করে থাকে। ভর্তিকৃত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, টিউশন করতে আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ব্যবস্থা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে থাকে। নারায়ণগঞ্জ থেকে আগত এবং নারায়ণগঞ্জ এ বসবাসরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ বিভিন্ন অনুষ্ঠানে স্বকীয় অংশগ্রহণসহ, সার্বিক বিষয়ে দিক নির্দেশনা, উৎসাহ দিয়ে যাচ্ছেন।


প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নিয়মিত কার্যনির্বাহী সভা।


সংগঠনটির ১ম কার্যনির্বাহী কমিটি ও প্রতিষ্ঠাকালীন সভাপতি রূপগঞ্জ উপজেলার তানভীর আহমেদ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আড়াইহাজার উপজেলার মোঃ কাউসার মাহমুদ মার্কেটিং  বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১ম কার্যনির্বাহী কমিটি ১৬ নভেম্বর ২০১৭ থেকে ২১ জুলাই ২০১৯ দায়িত্ব পালন করে। সংগঠনটির ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি সদর উপজেলার তানভীর আহমেদ ফয়সাল নৃবিজ্ঞান  বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলার মোঃ কবির হোসেন গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২য় কার্যনির্বাহী কমিটি ২২ জুলাই ২০১৯ থেকে দায়িত্বে রয়েছে।

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর চড়ুইভাতি শেষে সদস্যদের একাংশ



সংগঠন টি বিশ্বাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ এর শিক্ষার্থীরা তাদের দক্ষ ও যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে সামনে এগিয়ে নিয়ে যাবে। সবার মাঝে আত্নঃসম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ রক্ষার জন্য সংগঠনটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে।


তানভীর আহমেদ ফয়সাল - সভাপতি - প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, কুবি
কবির হোসেন- সাধারণ সম্পাদক -প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, কুবি


যে কোন প্রয়োজনে যোগাযোগ 01922338207

সর্বশেষ সংযোজন- জুন ২০২০

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ