নাঙ্গলকোট উপজেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি আঞ্চলিক সংগঠন "কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন অব নাঙ্গলকোটে (কুসান)"। ২০১৫ থেকে সংগঠনটি নবীন শিক্ষার্থীদের ভর্তি, আবাসন ব্যবস্থা, টিউশনসহ বিভিন্নভাবে সহযোগিতা, সিনিয়র-জুনিয়রের সঙ্গে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার এক নিবিড় সম্পর্ক তৈরি করে আসছে।
সভাপতি কবির হোসেন এর বক্তব্য, " আমরা আমাদের শিকড় থেকে উঠে আসা মেধাবীদের একই ছায়ার নিচে নিয়ে কাজ করতে সক্ষম হয়েছি এবং একে অপরের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পেরেছি।"
সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল এর বক্তব্য: , "সংগঠন বলতেই বোঝায় একটি সাধারণ প্ল্যাটফর্ম, যেখানে সবাই সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে গুরুত্ব দিয়ে সে আলোকে তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) প্রতিষ্ঠার পেছনেও তেমনি কতগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে নবীন শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক সহায়তা, আবাসন ও বিশ্ববিদ্যালয় বিষয়ক যাবতীয় পরামর্শ প্রদানের পাশাপাশি নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শিকড়ের সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলা। প্রত্যেকটি সদস্য আমাদের সুখ-দুঃখের সারথি। এই অকৃত্রিম ভালোবাসার মেলবন্ধন আমাদের ভ্রাতৃতের মূলমন্ত্র।"
যোগাযোগ- 01933072325
সর্বশেষ সংযোজন- জুন ২০২০
সর্বশেষ সংযোজন- জুন ২০২০