কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের গঠিত"কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিতত হয় ২০১৫ সালে। এ আঞ্চলিক সংগঠনটি প্রতিষ্ঠার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলা থেকে সকল শিক্ষার্থী একটি প্ল্যাটফর্মে সংঘবদ্ধ। কিশোরগঞ্জের আনাচে-কানাচে থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্নভাবে উপকৃত করতে সংগঠনটি সর্বদা তৎপর থাকে।অপরদিকে পরীক্ষায় সুযোগপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হিসেবে বরণ করা হয়। সংগঠনটি শুরু থেকেই সংঘবদ্ধভাবে থেকে নিজেদের সংগঠনে যারা অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে দাঁড়িয়েছেন।জেলা সংগঠনটির অভিভাবকগণ ও ছাত্র উপদেষ্টাবৃন্দ সবসময় চেষ্টা করেন বছরজুড়ে সংগঠনের পাশে দাঁড়িয়ে আর্থিক অনটনে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।
বর্তমান সভাপতি সজীব বণিক এর বক্তব্য,"আঞ্চলিক সংগঠন একটি অলাভজনক প্রতিষ্ঠান।নিজ জেলা ও মানবিকতার টানে কিশোরগঞ্জ জেলা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আবেগের প্ল্যাটফর্ম। সংগঠনটির প্রতিটা সদস্যের আন্তরিকতায় উজ্জীবিত আমাদের পথচলা।সবসময় চেষ্টা করি বিপদে একে অপরের পাশে দাঁড়াতে।বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষার্থী সম্মিলিত হয়ে অবকাশযাপনেও নিজেদের বন্ধনকে মজবুত করার চেষ্টা করি। এতে শিক্ষার্থীদের মাঝে যেমন সহমর্মিতা জাগে তেমনি সংগঠনের স্বার্থকতা বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়টির বুকে কিশোরগঞ্জ জেলা সংগঠন এককভাবে নয় বরং সবার সম্মিলিত প্রচেষ্টায় একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। আশাকরি তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সাধারণ সম্পাদক এম সাকিব হোসেন এর বক্তব্য, "কোনো বিশ্ববিদ্যালয়ে একটি অাঞ্চলিক সংগঠন মানে ভর্তি পরীক্ষাসম্পৃক্ত কিংবা সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তিকার্যক্রমে বিভিন্নভাবে তথ্যসেবা কিংবা অার্থিকসেবা দেওয়ার মাঝে সীমাবদ্ধ থাকেনা।সংগঠন মানে সংঘবদ্ধতা।সংগঠন মানে নিজেদের মনোবৃত্তি অন্যের নিকট তুলে ধরা।কিশোরগঞ্জ জেলা সংগঠন বরাবরই শিক্ষার্থীদের পাশে থাকে। সংগঠনের মেলবন্ধন জোরদারে ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে সবসময় উৎসাহিত করা হয়। তাছাড়া সংগঠনের অভিভাবক ও ছাত্র উপদেষ্টাদের সমণ্বয় অামাদের পথ চলতে উৎসাহিত করে। কোনো সদস্য বিপদে নিজেকে জড়িয়ে ফেললে কিংবা অার্থিক সমস্যায় থাকলে সবসময় তা থেকে পরিত্রাণ করার চেষ্টা করে থাকি।"
কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, কুবি এর কার্যনির্বাহী কমিটি তালিকা
সর্বশেষ সংযোজন- জুন ২০২০