সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস:-
দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের চাহিদা এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা মাথায় রেখে শেখ মোঃ সাদ্দাম হোসেন(ব্যবস্থাপনা শিক্ষা-৬ষ্ঠ ব্যাচ),মোতাহের হোসেন বাবলু(বাংলা-৬ষ্ঠ ব্যাচ) এর উদ্যোগে সাঈদ শাহরিয়ার মাহমুদ(প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) এর সার্বিক সহযোগিতায় ২০১৩ সালের দিকে ৭ জনের একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির পদচারণা শুরু হয়। পরবর্তীতে ২০১৪-১৫ সেশনে সংগঠনটির প্রথম কার্যনিবার্হী কমিটি গঠিত হয়।
প্রতিষ্ঠাকালীন সংগঠক-
- সাঈদ শাহরিয়ার মাহমুদ (ইংরেজি-১ম ব্যাচ)
- তৌহিদুল ইসলাম(অর্থনীতি-১ম ব্যাচ)
- মোঃ আজাদ(একাউন্টিং-২য় ব্যাচ)
- কামরুল ইসলাম(একাউন্টিং-৩য় ব্যাচ)
- আরিফুল ইসলাম(ব্যবস্থাপনা-৩য় ব্যাচ)
- বেলাল হোসাইন(ইংরেজি-৩য় ব্যাচ)
- জাহিদুল ইসলাম(অর্থনীতি-৩য় ব্যাচ)
সাংগঠনিক বর্ণনাঃ-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন "ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি"
স্থাপিত-২০১৩ খ্রিঃ
যেহেতু আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার ছাত্র-ছাত্রীরা শিক্ষা, সহযোগিতা, বন্ধন এই তিনটি মূলনীতির ভিত্তিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ভ্রাতৃত্বমূলক সংগঠন প্রতিষ্ঠা করেছি, সেহেতু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ক্ষেত্রে ফেনী জেলার ভাবমূর্তি উজ্জল করব।
ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরুপ এই গঠনতন্ত্রের প্রাধান্য অক্ষুন্ন রাখা এবং এর রক্ষণাবেক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য ।
সংগঠনের ধরনঃ-
এটি একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র-ছাত্রী সহযোগিতামূলক সংগঠন। এই সংগঠনের কোন অঙ্গসংগঠন নেই বা এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে না।
লক্ষ ও উদ্দেশ্যঃ-
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পারিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব স্থাপন করা।
- ফেনী হতে আগত ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন এবং হলে আসন প্রাপ্তির বিষয়ে সর্বাত্বক সহযোগিতা প্রদান।
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত শিক্ষকদের সাথে পরিচিতির প্রসার ঘটানো।
- প্রাকৃতিক দূর্যোগ যেমন বন্যা, ঝড়,তুফান ইত্যাদিতে এলাকাবাসীর পাশে দাঁড়ানো।
- সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করা।
- গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ সহায়তা করা।
পূর্ববর্তী কমিটি সমূহ (সভাপতি-সাধারণ সম্পাদকগণের নাম ও কার্য সাল)-
ক. ২০১৪-১৫ সেশন
- সভাপতিঃ- সুজাত উদ্দিন(লোকপ্রশাসন-৪র্থ ব্যাচ)
- সাধারণ সম্পাদকঃ- শেখ মোঃ সাদ্দাম হোসেন(ব্যবস্থাপনা শিক্ষা-৬ষ্ঠ ব্যাচ)
খ. ২০১৫-১৬ সেশন
- সভাপতিঃ-মোতাহের হোসেন বাবলু(বাংলা-৬ষ্ঠ ব্যাচ)
- সাধারণ সম্পাদকঃ- মোঃ আসিবুর রহমান(মার্কেটিং-৮ম ব্যাচ)
গ. ২০১৬-১৭ সেশন
- সভাপতিঃ- মোঃ শরীফুল ইসলাম তারেক(আই.সি.টি-৭ম ব্যাচ)
- সাধারণ সম্পাদকঃ- সোহেল রানা(লোকপ্রশাসন-৮ম ব্যাচ)
ঘ. ২০১৭-১৮ সেশন
- সভাপতিঃ- মোঃ আসিবুর রহমান(মার্কেটিং-৮ম ব্যাচ)
- সাধারণ সম্পাদকঃ- মোঃ এ.এইচ. লিখন(আই.সি.টি-৯ম ব্যাচ)
ঙ. ২০১৮-১৯ সেশন
- সভাপতিঃ- মোহাম্মদ বোরহান উদ্দিন(পরিসংখ্যান-৮ম ব্যাচ)
- সাধারণ সম্পাদকঃ- শাহ মুহাম্মদ ফাহিম উদ্দিন(মার্কেটিং-১০ম ব্যাচ)
চ. বর্তমান কমিটিঃ-২০১৯-২০ সেশন
- সভাপতিঃ- মোঃ এ.এইচ.লিখন(আই.সি.টি-৯ম ব্যাচ)
- সাধারণ সম্পাদকঃ- রফিকুল ইসলাম ইনজামাম(বাংলা-১০ম ব্যাচ)
সংগঠনের সাথে যোগাযোগের উপায়ঃ-
বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক -
সভাপতিঃ-০১৬৩৯০৭৬৬৩২
সাধারণ সম্পাদকঃ-০১৮১১১৮২০৮২