সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস:-
দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের চাহিদা এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা মাথায় রেখে শেখ মোঃ সাদ্দাম হোসেন(ব্যবস্থাপনা শিক্ষা-৬ষ্ঠ ব্যাচ),মোতাহের হোসেন বাবলু(বাংলা-৬ষ্ঠ ব্যাচ) এর উদ্যোগে সাঈদ শাহরিয়ার মাহমুদ(প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) এর সার্বিক সহযোগিতায় ২০১৩ সালের দিকে ৭ জনের একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির পদচারণা শুরু হয়। পরবর্তীতে ২০১৪-১৫ সেশনে সংগঠনটির প্রথম কার্যনিবার্হী কমিটি গঠিত হয়।

প্রতিষ্ঠাকালীন সংগঠক-

  • সাঈদ শাহরিয়ার মাহমুদ (ইংরেজি-১ম ব্যাচ)
  • তৌহিদুল ইসলাম(অর্থনীতি-১ম ব্যাচ)
  • মোঃ আজাদ(একাউন্টিং-২য় ব্যাচ)
  • কামরুল ইসলাম(একাউন্টিং-৩য় ব্যাচ)
  • আরিফুল ইসলাম(ব্যবস্থাপনা-৩য় ব্যাচ)
  • বেলাল হোসাইন(ইংরেজি-৩য় ব্যাচ)
  • জাহিদুল ইসলাম(অর্থনীতি-৩য় ব্যাচ)


সাংগঠনিক বর্ণনাঃ-

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন "ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি"

স্থাপিত-২০১৩ খ্রিঃ

যেহেতু আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার ছাত্র-ছাত্রীরা  শিক্ষা, সহযোগিতা, বন্ধন এই তিনটি মূলনীতির ভিত্তিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ভ্রাতৃত্বমূলক সংগঠন প্রতিষ্ঠা করেছি, সেহেতু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ক্ষেত্রে ফেনী জেলার ভাবমূর্তি উজ্জল করব।

ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরুপ এই গঠনতন্ত্রের প্রাধান্য অক্ষুন্ন রাখা এবং এর রক্ষণাবেক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য ।

 সংগঠনের ধরনঃ-
এটি একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র-ছাত্রী সহযোগিতামূলক সংগঠন। এই সংগঠনের কোন অঙ্গসংগঠন নেই বা এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে না।

 লক্ষ ও উদ্দেশ্যঃ-
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পারিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব স্থাপন করা। 
  • ফেনী হতে আগত ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন এবং হলে আসন প্রাপ্তির বিষয়ে সর্বাত্বক সহযোগিতা প্রদান।
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত শিক্ষকদের সাথে পরিচিতির প্রসার ঘটানো।
  • প্রাকৃতিক দূর্যোগ যেমন বন্যা, ঝড়,তুফান ইত্যাদিতে এলাকাবাসীর পাশে দাঁড়ানো।
  • সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করা।
  • গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ সহায়তা করা।



পূর্ববর্তী কমিটি সমূহ (সভাপতি-সাধারণ সম্পাদকগণের নাম ও কার্য সাল)-

ক. ২০১৪-১৫ সেশন
  • সভাপতিঃ- সুজাত উদ্দিন(লোকপ্রশাসন-৪র্থ ব্যাচ)
  • সাধারণ সম্পাদকঃ- শেখ মোঃ সাদ্দাম হোসেন(ব্যবস্থাপনা শিক্ষা-৬ষ্ঠ ব্যাচ)

খ. ২০১৫-১৬ সেশন
  • সভাপতিঃ-মোতাহের হোসেন বাবলু(বাংলা-৬ষ্ঠ ব্যাচ)
  • সাধারণ সম্পাদকঃ- মোঃ আসিবুর রহমান(মার্কেটিং-৮ম ব্যাচ)

গ. ২০১৬-১৭ সেশন
  • সভাপতিঃ- মোঃ শরীফুল ইসলাম তারেক(আই.সি.টি-৭ম ব্যাচ)
  • সাধারণ সম্পাদকঃ- সোহেল রানা(লোকপ্রশাসন-৮ম ব্যাচ)

ঘ. ২০১৭-১৮ সেশন
  • সভাপতিঃ- মোঃ আসিবুর রহমান(মার্কেটিং-৮ম ব্যাচ)
  • সাধারণ সম্পাদকঃ- মোঃ এ.এইচ. লিখন(আই.সি.টি-৯ম ব্যাচ)

ঙ. ২০১৮-১৯ সেশন
  • সভাপতিঃ- মোহাম্মদ বোরহান উদ্দিন(পরিসংখ্যান-৮ম ব্যাচ)
  • সাধারণ সম্পাদকঃ- শাহ মুহাম্মদ ফাহিম উদ্দিন(মার্কেটিং-১০ম ব্যাচ)

চ. বর্তমান কমিটিঃ-২০১৯-২০ সেশন
  • সভাপতিঃ- মোঃ এ.এইচ.লিখন(আই.সি.টি-৯ম ব্যাচ)
  • সাধারণ সম্পাদকঃ- রফিকুল ইসলাম ইনজামাম(বাংলা-১০ম ব্যাচ)



সংগঠনের সাথে যোগাযোগের উপায়ঃ-
বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক -
সভাপতিঃ-০১৬৩৯০৭৬৬৩২
সাধারণ সম্পাদকঃ-০১৮১১১৮২০৮২

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ