কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি আঞ্চলিক সংগঠন "নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।"

পরিবার ছেড়ে দূরে গিয়ে একাকীত্বকে বরণ না করে আমরা যেন আরেকটি পরিবারের সাথে সংযুক্ত হতে পারি তার জন্যই আমাদের এই প্রয়াস। একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে এই সংগঠন হয়ে উঠেছে কুবির নরসিংদীয়ানদের প্রাণের মিলনমেলা।

৪ ডিসেম্বর ২০১৩ সালে ১ম কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে  যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর  থেকেই সংগঠনটি নরসিংদী জেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া সংগঠনের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা সার্বক্ষণিক নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রতি বছর নবীন বরণসহ আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। বিশেষ করে প্রতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নরসিংদী থেকে আগত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহায়তা এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সার্বিক সহযোগিতা করে থাকে সংগঠনটি। নরসিংদী থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, সংগঠনের উপদেষ্টামণ্ডলী বিভিন্ন অনুষ্ঠানে স্বকীয় অংশগ্রহণ করে সার্বিক বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন।

সংগঠনটির ১ম কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন গণিত বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ মিল্টন মিয়া। পরবর্তীতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম আহমাদ।

২০১৬ সালে অনুমোদিত সংগঠনটির ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ সোয়েব হাসান হিমেল।

সংগঠনটির ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হোন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হোন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়সাল হাবীব।

৩য় কার্যনির্বাহী কমিটি ১০ ডিসেম্বর, ২০১৮ সাল থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

সংগঠনের প্রত্যেক সদস্য একে অপরের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।

সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে নরসিংদী জেলা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে গৌরবের আসনে অধিষ্ঠিত করবে বলেই আমরা সবাই বিশ্বাস করি।


বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ২০১৯
ইফতার মাহফিল ২০১৯
সর্বশেষ সংযোজন- জুন ২০২০

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ