দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠনসমূহ নিয়ে গঠিত সম্মিলিত আঞ্চলিক জোট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর (রবিবার) আঞ্চলিক সংগঠন গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসােসিয়েশন সভাপতি এইচ. এম. মেহেদী হাসান; সদস্য সচিব মনোনীত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ সভাপতি এ. জে. রাব্বি।
এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে কমিটিতে রয়েছেন প্রিন্স চন্দ্র তালুকদার (সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন), ফয়সাল হাবীব (সাধারণ সম্পাদক, নব্লসিংদী ছাত্রকল্যাণ পরিষদ), মাহাদী হাসান নাভিন (সভাপতি, লাকসাম-মনাহেরগঞ্জ স্টুডেন্টস ফোরাম), ফরহাদুর রহমান (সভাপতি, জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস এসোসিয়েশন, গাজীপুর), রাসেল মাহমুদ ভূঁইয়া (সভাপতি, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব)। একইসাথে প্রত্যেক আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উক্ত কমিটির সদস্য হিসেবে বিবেচ্য হবে।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী ৩ মাসের জন্য দায়িত্ব পালন করবে।