তথ্য প্রযুক্তির যুগে দেশের যে কোন যায়গা থেকে যেন কুবি'র সব গুলো আঞ্চলিক সংগঠনকে খুব সহজে এক সাথে পাওয়া যায় ও যোগাযোগ করা যায় সে কথা মাথায় রেখে  ''সম্মিলিত আঞ্চলিক জোট কুবি" নতুন একতি ব্লগ সাইট ওপেন করেছে।

সাইটটিতে জোটের আওতাভুক্ত সকল সংগঠনের নাম সংযুক্ত করা হয়েছে যা ইতোমধ্যে sajcou.blogspot.com এ বা পাশে মেনু বাড়ে দৃশ্যমান। সেই মেনুতেই প্রতিটি সদস্য সংগঠনের স্বতন্ত্র একটি পেইজ লিংক করা হচ্ছে যেখানে সকল সংগঠনের একটি পূর্নাঙ্গ বিবরণ দেয়া থাকবে।

মেনু বারের উপরের অংশে Facebook links নামক বারে সদস্য সংগঠন গুলোর নিজ নিজ ফেসবুক পেইজ লিংক এড দেয়া থাকবে সেখান থেকে খুব সহজেই যে কেও পেইজ ব্রাওজ করতে পারবে। (যা বিভাগ জেলা বা উপজেলার নাম দিয়ে লিংক করা হচ্ছে)

সদস্য সংগঠনের বা সাজ এর যে কোন  এক্টিভিটিও নিওজ আকারে পোস্ট করা হবে এই সাইটে

ডাটা প্রকৃয়ার জন্য সদস্য সংগঠন গুলাওকে যেসকল ডাটা দিয়ে সহায়তা করতে হবে-
১)অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক এবং জেলা, উপজেলা বা বিভাগের ইংরেজী স্পেলিং দিতে হবে।
২)  সংগঠনের একটি পূর্ণাং বর্ণনা দিতে হবে যাতে নিচের তথ্য গুলো প্রাধান্য পাবে
*সংগঠনের নাম
*লগো এবং অন্য যে কোন এটিভিটির ছবি (সর্বোচ্চ ছবি সংখ্যা ৩) 
*সংগঠনে প্রতিষ্ঠা ইতিহাস
*সাংগঠনিক বর্ণনা
*পূর্ববর্তী কমিটি সমূহ (সভাপতি - সাধারণ সম্পাদক গণের নাম ও কার্য সাল)
*বর্তমান কমিটি।
*সংগঠনের সাথে যোগাযোগ করার উপায়
উপরের তথ্য গুলো আর্টিকেল আকারে সাজিয়ে দিতে হবে। সর্বপরি সদস্য সংগঠন যে কোন তথ্যই এখানে যুক্ত করতে পারেন। তবে কোন তথ্য বা ছবি শেয়ার অযোগ্য বলে মনে হলে তা শেয়ার করা হবেনা।অন্যথায় কোন ধরা বাধা নিয়ম ছাড়াই গোছানো তথ্য শেয়ার করা যাবে। 

যে কোন প্রয়োজনে সদস্য সচিবের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বলা হল
এ.জে.রাব্বি
সদস্য সচিব
সম্মিলিত আঞ্চলিক জোট,কুবি
মোবাইল 01687679093



Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ