নিওজ ডেস্ক-
করোনা ভাইরাসের কারণে গত ১৬-ই মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে।এর ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধও অব্যাহত আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত আঞ্চলিক জোটের যুগ্ম আহবায়ক-০১ এবং কুবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার এই মহামারীর সময়ে সকল কুবিয়ানদের সুস্বাস্থ্য কামনা করছেন ।এই করোনাকালীন সময়ে কুবিয়ান(দ্বিতীয় পরিবারের) প্রতিটি সদস্য সুস্থ থাকুক এবং ইতিমধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা দ্রুত আরোগ্যলাভ করুক সেটাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন।  


সকলের প্রতি তার অনুরোধ বার্তা- "করোনা নামক অদৃশ্য মহামারীর কারনে পুরোবিশ্ব থমকে গেছে কিন্তু জীবন থেমে নেই। দিনকে দিন সময় চলে যাচ্ছে,বয়স বাড়ছে। একদিন আরো বয়স হবে,এক সময়  হাতের মত মুখের উপরও নানান রেখার কাটাকুটি খেলা চলবে।৷তারপরও জীবন চলবে জীবনের গতিতে এই দ্রুত-মন্থর গতির মাঝেই জীবন কে উপভোগ করে যেতে হবে।।যদি জীবনকে ভবিষ্যতের দিকে সুন্দরভাবে এগিয়ে নিতে চান তবে বর্তমান কে উপভোগ করতে হবে শুধু ঘরে অবস্থান করেই , হ্যাঁ ঘরে বসেই।

করোনার একটাই দূর্বলতা সে মাধ্যম ছাড়া  চলতে পারে না, তাই মাথায় রাখবেন এই মাধ্যম টি যেন আপনি না হন। তাই নিজ জায়গা থেকে সর্বোচ্চ সচেতন থেকে নিজে সুস্থ থাকুন,পরিবার-পরিজন তথা সমাজের সবাইকে সুস্থ রাখুন।

দোয়া করুন যেন দ্রুতই মহামারী দূর হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।"

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ