বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন "জালালাবাদ এসোসিয়েশন"। সংগঠনের পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার।
শোকবার্তায় প্রিন্স জানান- "সিসিকের প্রথম মেয়র
বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা হলেও সিলেট বাসীর জন্য তিনি ছিলেন দল,মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের নেতা।" তিনি তার সে বার্তায় নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, তিনি ১৫ জুন রাত ২ টা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।