তানভীর আহমেদ রাসেল

কয়েকটা সকাল দেশের মিডিয়া পাড়া করোনা মুক্তির সংবাদে সয়লাব হবে। তা শুনে, আরেক সকালে মা নিশ্চিন্তায় কপালে চুমো দিয়ে আবার চিরচেনা ব্যস্ত নগরীরতে যাত্রার জন্য বিদায় জানাবে। শহরের বাসায় পৌঁছতে না পৌঁছতেই আমার ক্লাস রিপ্রেজেনটেটিভ বন্ধু সোহান গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দিবে, আলহামদুলিল্লাহ!  আগামিকাল থেকে রুটিন অনুযায়ী সকল ক্লাস শুরু হবে।
পরদিন সকালে সবাই ৮ টার বাসে করে ভার্সিটির উদ্যশ্যে যাত্রা করবে। ভার্সিটি পা রাখা  মাত্রই প্রাণের বিদ্যাপীঠের প্রতিটি ধূলিকণা খল খল করে আসতে থাকবে। আমাদের উচ্ছ্বাসে আরো বেশি উচ্ছ্বাসিত হয়ে রং ছড়াবে ৫০ একরের প্রতিটি আঙ্গিনা। অনেক দিন পর সহপাঠী, সিনিয়র - জুনিয়র প্রিয় মুখগুলোকে একসাথে দেখতে পেরে উচ্ছ্বাস আর উদ্দীপনায় একে অপরকে আলিঙ্গন করে নিবে।নিজের গহীনে জমে থাকা ভাব বাক্যগুলো প্রাণ খুলে শেয়ার করবে। ডিপার্টমেন্টের কঠোর ম্যাডামটিরও  আজ ক্লাসে প্রবেশ করা মাত্রই আমাদের কাছে পেয়ে খুশিতে দুচোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়বে।অবাক নয়নে তা দেখে আমরাও আর স্থির থাকতে পারবোনা।

ক্লাস থেকে বের হওয়া মাত্রই প্রেস ক্লাবের সভাপতি কিশোর ভাই জরুরি মিটিং ডাক দিবেন। বের হয়েই দেখব ক্যাম্পাসের প্রতিটি চত্তর আঞ্চলিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সদস্যদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠবে। বাদ রইবেনা নবী মামার চা দোকান কিংবা ক্যাম্পাসের সামনে ফটোকপি দোকানে শিক্ষার্থীদের চিরচেনা ভীড়। মিটিং শেষ হতে না হতেই টিউশন থেকে প্রিয় শিক্ষার্থী তানহা, জেবা, দীপ্রোর ফোন এক এক করে আসতে থাকবে। তাদের উৎকন্ঠিত মুখগুলো দেখে অন্যরকম ভালো লাগা কাজ করবে। 

সারাদিনের এমন ব্যস্ততম দিন শেষে আসবে আরেকটি সকাল এরপর আরেকটি। আর এভাবেই কাটতে থাকবে আমাদের করোনার পূর্বের সেই মুহূর্তগুলো। অপেক্ষায় আছি আমি সেই দিনের..... 

তানভীর আহমেদ রাসেল
শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মোবাইল- ০১৯৩৩০৭২৩২৫




কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অফ নাঙ্গলকোট (কুসান) এর সহ সভাপতি,
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। ইতিমধ্যে তাঁর বাবা এই বিষয়টি নিশ্চিত করেন।

মোহাইমিন এখন সুস্থ আছেন। তার মাঝে করোনাভাইরাসের কোনো উপসর্গ এখনও পর্যন্ত দেখা যায়নি। আক্রান্ত সদস্যের পাশে এগিয়ে এসেছে কুসান পরিবার । নিয়মিত যোগাযোগ রক্ষার পাশাপাশি আন্তরিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। গত ১৬ জুন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল  তাঁর খোঁজ নেওয়ার পাশাপাশি করোনায় উপকারী ফলফলাদি পৌঁছে দেন।

উল্লেখ্য  গত ২ জুন মোহাইমিন  নমুনা প্রদান করলে ১০ জুন তাঁর রিপোর্ট পজিটিভ আসে।


আর্টিকেল-
করোনা পরিস্থিতির জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ হয় ২০২০ সালের ১৮ মার্চ। 
গত ৩ মাস যাবত ক্যাম্পাস বন্ধ থাকার ফলে প্রায় সকল ছাত্র-ছাত্রী    তাদের পরিবারের সাথে বসবাস করছেন। অনেকদিন যাবত বাসায় বন্ধী থাকার পর লকডাউন শিথিলের ফলে অনেকেই ক্যাম্পাসে আসা শুরু করেছেন। ফলে ক্যাম্পাসে প্রায় ৬৪ জেলার ছাত্র-ছাত্রীদের পদচারণা শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রী আসার ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন চরম করোনা ঝুঁকিতে আছে। অন্যদিকে কুমিল্লা জেলা বর্তমানে করোনা আক্রান্তের দিক দিয়ে দেশের অন্যতম শীর্ষ জেলা। এছাড়া কোটবাড়ি এবং খানবাড়ি এলাকায় কভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। 

অনেকেই বাসা থেকে আসার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাভিলিং পোস্ট দিচ্ছেন এবং ক্যাম্পাসে এসে ছবি তুলে তা পোস্ট করছেন। ফলে যারা এখনো বাসায় আছেন, তাদের ভিতরও ক্যাম্পাসে আসার প্রবণতা শুরু হয়েছে। 

ক্যাম্পাস হয়ত আরো কয়েকমাস বন্ধ থাকবে এবং যারা টিউশনি করেন তাদের টিউশনি করানোর সুযোগও সীমিত (অভিভাবকরাও এখন সন্তানদের জন্য শিক্ষক রাখতে আগ্রহী নন)। এজন্য সকল কুবিয়ানদের প্রতি অনুরোধ থাকবে- সবাই পরিবারকে সময়দিন। ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে আসবেন না। একজন সুনাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের না হওয়া এবং সরকারের সকল বিধিনিষেধ মেনে চলা। 

সবাই কিছুদিন ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন। আবার আমাদের দেখা হবে প্রিয় লালমাটির ক্যাম্পাসে। বাবুই চত্তর, শহিদ মিনার, মুক্তমঞ্চ, কাঁঠাল তলা, ভিসির টং সবকিছু আরো বেশি অপরুপ সৌন্দর্যে আমাদের জন্য অপেক্ষা করবে। 

সবাই বাসায় থাকুন
সুস্থ থাকুন
নিরাপদে থাকুন


লেখক
এইচ. এম. মেহেদী হাসান

আহ্বায়ক
সম্মিলিত আঞ্চলিক জোট, কুবি
এবং
সভাপতি
বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, কুবি



বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন "জালালাবাদ এসোসিয়েশন"। সংগঠনের পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার।

শোকবার্তায় প্রিন্স জানান- "সিসিকের প্রথম মেয়র
বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা হলেও সিলেট বাসীর জন্য তিনি ছিলেন দল,মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের নেতা।" তিনি তার সে বার্তায় নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, তিনি ১৫ জুন রাত ২ টা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচ এ  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



নিওজ ডেস্ক-
করোনা ভাইরাসের কারণে গত ১৬-ই মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে।এর ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধও অব্যাহত আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত আঞ্চলিক জোটের যুগ্ম আহবায়ক-০১ এবং কুবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার এই মহামারীর সময়ে সকল কুবিয়ানদের সুস্বাস্থ্য কামনা করছেন ।এই করোনাকালীন সময়ে কুবিয়ান(দ্বিতীয় পরিবারের) প্রতিটি সদস্য সুস্থ থাকুক এবং ইতিমধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা দ্রুত আরোগ্যলাভ করুক সেটাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন।  


সকলের প্রতি তার অনুরোধ বার্তা- "করোনা নামক অদৃশ্য মহামারীর কারনে পুরোবিশ্ব থমকে গেছে কিন্তু জীবন থেমে নেই। দিনকে দিন সময় চলে যাচ্ছে,বয়স বাড়ছে। একদিন আরো বয়স হবে,এক সময়  হাতের মত মুখের উপরও নানান রেখার কাটাকুটি খেলা চলবে।৷তারপরও জীবন চলবে জীবনের গতিতে এই দ্রুত-মন্থর গতির মাঝেই জীবন কে উপভোগ করে যেতে হবে।।যদি জীবনকে ভবিষ্যতের দিকে সুন্দরভাবে এগিয়ে নিতে চান তবে বর্তমান কে উপভোগ করতে হবে শুধু ঘরে অবস্থান করেই , হ্যাঁ ঘরে বসেই।

করোনার একটাই দূর্বলতা সে মাধ্যম ছাড়া  চলতে পারে না, তাই মাথায় রাখবেন এই মাধ্যম টি যেন আপনি না হন। তাই নিজ জায়গা থেকে সর্বোচ্চ সচেতন থেকে নিজে সুস্থ থাকুন,পরিবার-পরিজন তথা সমাজের সবাইকে সুস্থ রাখুন।

দোয়া করুন যেন দ্রুতই মহামারী দূর হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।"



তথ্য প্রযুক্তির যুগে দেশের যে কোন যায়গা থেকে যেন কুবি'র সব গুলো আঞ্চলিক সংগঠনকে খুব সহজে এক সাথে পাওয়া যায় ও যোগাযোগ করা যায় সে কথা মাথায় রেখে  ''সম্মিলিত আঞ্চলিক জোট কুবি" নতুন একতি ব্লগ সাইট ওপেন করেছে।

সাইটটিতে জোটের আওতাভুক্ত সকল সংগঠনের নাম সংযুক্ত করা হয়েছে যা ইতোমধ্যে sajcou.blogspot.com এ বা পাশে মেনু বাড়ে দৃশ্যমান। সেই মেনুতেই প্রতিটি সদস্য সংগঠনের স্বতন্ত্র একটি পেইজ লিংক করা হচ্ছে যেখানে সকল সংগঠনের একটি পূর্নাঙ্গ বিবরণ দেয়া থাকবে।

মেনু বারের উপরের অংশে Facebook links নামক বারে সদস্য সংগঠন গুলোর নিজ নিজ ফেসবুক পেইজ লিংক এড দেয়া থাকবে সেখান থেকে খুব সহজেই যে কেও পেইজ ব্রাওজ করতে পারবে। (যা বিভাগ জেলা বা উপজেলার নাম দিয়ে লিংক করা হচ্ছে)

সদস্য সংগঠনের বা সাজ এর যে কোন  এক্টিভিটিও নিওজ আকারে পোস্ট করা হবে এই সাইটে

ডাটা প্রকৃয়ার জন্য সদস্য সংগঠন গুলাওকে যেসকল ডাটা দিয়ে সহায়তা করতে হবে-
১)অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক এবং জেলা, উপজেলা বা বিভাগের ইংরেজী স্পেলিং দিতে হবে।
২)  সংগঠনের একটি পূর্ণাং বর্ণনা দিতে হবে যাতে নিচের তথ্য গুলো প্রাধান্য পাবে
*সংগঠনের নাম
*লগো এবং অন্য যে কোন এটিভিটির ছবি (সর্বোচ্চ ছবি সংখ্যা ৩) 
*সংগঠনে প্রতিষ্ঠা ইতিহাস
*সাংগঠনিক বর্ণনা
*পূর্ববর্তী কমিটি সমূহ (সভাপতি - সাধারণ সম্পাদক গণের নাম ও কার্য সাল)
*বর্তমান কমিটি।
*সংগঠনের সাথে যোগাযোগ করার উপায়
উপরের তথ্য গুলো আর্টিকেল আকারে সাজিয়ে দিতে হবে। সর্বপরি সদস্য সংগঠন যে কোন তথ্যই এখানে যুক্ত করতে পারেন। তবে কোন তথ্য বা ছবি শেয়ার অযোগ্য বলে মনে হলে তা শেয়ার করা হবেনা।অন্যথায় কোন ধরা বাধা নিয়ম ছাড়াই গোছানো তথ্য শেয়ার করা যাবে। 

যে কোন প্রয়োজনে সদস্য সচিবের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বলা হল
এ.জে.রাব্বি
সদস্য সচিব
সম্মিলিত আঞ্চলিক জোট,কুবি
মোবাইল 01687679093






দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে আঞ্চলিক জোট কুবি'র শোক প্রকাশ

আঞ্চলিক সংগঠন দেবিদ্দ্বার ছাত্রকল্যাণ পরিষদ (কুবি'র) সাংগঠনিক সম্পাদক সোহরাওয়ার্দী ভূইঁয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সকাল ৯:৩০ ঘটিকার দিকে মারা গেছেন। তিনি কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আজ সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে মেইন সুইচ অন রেখেই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।


তাঁর মৃত্যুতে আঞ্চলিক জোট  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করে সংগঠনের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ বলেন "আমরা আঞ্চলিক জোট পরিবার তার মৃত্যুতে শোকাহত। আল্লাহ যেন মরহুমের  পরিবার ও আত্মীয় স্বজনদের এই শোক কাটিয়ে উঠার তাওফিক দান করেন।"

দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ কুবি'র সভাপতি সাব্বির চৌধুরী বলেন "সোহরাওয়ার্দী ভূইঁয়ার মৃত্যু আমাদের দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ কুবি'র জন্য শোকাবহ সংবাদ।আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুক।"






দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠনসমূহ নিয়ে গঠিত সম্মিলিত আঞ্চলিক জোট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর (রবিবার) আঞ্চলিক সংগঠন গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসােসিয়েশন সভাপতি এইচ. এম. মেহেদী হাসান; সদস্য সচিব মনোনীত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ সভাপতি এ. জে. রাব্বি।
এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে কমিটিতে রয়েছেন প্রিন্স চন্দ্র তালুকদার (সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন), ফয়সাল হাবীব (সাধারণ সম্পাদক, নব্লসিংদী ছাত্রকল্যাণ পরিষদ), মাহাদী হাসান নাভিন (সভাপতি, লাকসাম-মনাহেরগঞ্জ স্টুডেন্টস ফোরাম), ফরহাদুর রহমান (সভাপতি, জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস এসোসিয়েশন, গাজীপুর), রাসেল মাহমুদ ভূঁইয়া (সভাপতি, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব)। একইসাথে প্রত্যেক আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উক্ত কমিটির সদস্য হিসেবে বিবেচ্য হবে।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী ৩ মাসের জন্য দায়িত্ব পালন করবে।



কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের বিভিন্ন সেবায় এবার নিয়োজিত ছিলেন ঐ বিশ্ববিদ্যালয়টির “সম্মিলিত আঞ্চলিক জোট”।
জানা যায়,ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক সহায়তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক জেলা ও উপজেলা সংগঠন নিয়ে করা হয় ”সম্মিলিত আঞ্চলিক জোট’।
গত ৮ ও ৯ নভেম্বর ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের বিভিন্ন সেবার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে সব আঞ্চলিক সংগঠন নিয়ে গড়ে উঠা ‘সম্মিলিত আঞ্চলিক জোট”র যাত্রা শুরু হয়।
ভর্তি পরীক্ষার পর ২৪ ও ২৫ নভেম্বর এ জোটটি ভর্তী পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত সহায়তায় ক্যাম্পাসে সম্মিলিত জোটের বুথ করা হয়।বুথের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিজ জেলার শিক্ষার্থীদের সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও অভিভাবকেরা সহজেই যোগাযোগ ও তথ্য সহায়তা পাচ্ছেন বলে জানা যায়।
জানা যায়, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সেবা ও নিজ জেলা সম্পর্কে অবগত হওয়ার জন্যে”সম্মিলিত আঞ্চলিক জোট’এর কার্ড করা হয়।যেখানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন জেলা ও উপজেলার আঞ্চলিক সংগঠনের সভাপতি এবং সেক্রেটারির নাম ও নাম্বার দেওয়া আছে।যা ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য সেবা সহায়তায় সাক্ষাৎকারের দিনগুলোতে সম্মিলিত আঞ্চলিক জোট”এর কার্ড বিতরণ করা হবে।

Like Us

Linked in

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর অত্র অফিসিয়াল ওয়েব সাইটটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। তথ্যবহুল এবং সার্বজনীন করার লক্ষ্যে সাইটটি সম্পাদন করতে কিছুটা সময়ের প্রয়োজন...

সদস্য সংগঠন সমূহ